Saturday, 7 September 2024

ROHINI

 ROHINI 

রোহিনী সংস্থা নিয়ে এসেছে এক বিজনেস ভেনচার। ১৮ থেকে ৬০ বছরের বয়সী যে কোনো ভারতীয় নাগরিক ( পুরুষ ও মহিলা )

যাঁরা অল্প পুঁজিতে / বিনা পুঁজিতে নিজ অঞ্চলে বাড়ী থেকে বা বাড়ীর বাইরে থেকে নিজ ব্যবসা র উদ্যক নিতে আগ্রহী তাঁরা স্বেচ্ছায় এই ক্ষেত্রে অংশ গ্রহণ করতে পারেন। অন লাইনে বা অফ লাইনে এই ব্যবসা র কাজ করা যাবে।

মোটিভেশন ট্রেনীং (MOTIVITION TRANNING):-

১) অল্প সময়ে কেমন ভাবে কাজগুলো করতে       হবে তা শেখানো হবে। 

২) অনলাইন ব্যবসার ক্ষেত্রে এন্ড্রোইড  মোবাইল অবশ্যই থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে         টাইপ জানা আবশ্যিক। না  জানা থাকলে তা কর্তৃপক্ষকে  জানানো আবশ্যিক।সেক্ষেত্রে          ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। 

৩) 


 

No comments:

Post a Comment

ROHINI

 ROHINI  রোহিনী সংস্থা নিয়ে এসেছে এক বিজনেস ভেনচার। ১৮ থেকে ৬০ বছরের বয়সী যে কোনো ভারতীয় নাগরিক ( পুরুষ ও মহিলা ) যাঁরা অল্প পুঁজিতে / বিনা ...